আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করলো তালেবান

ভিক্টরি টাইমস ৭১
0

তালেবান
নিউজ ডেস্ক: আফগানিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন করে চরম বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। সম্প্রতি এক নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও গ্রন্থাগার থেকে নারীদের লেখা সব বই সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে অন্তত ১৮টি পাঠ্যবিষয় সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে Gender and Development, Women’s Sociology, Human Rights and Democracy, Political Sociology of Women, Sexual Harassment প্রভৃতি।


তালেবান কর্তৃপক্ষের দাবি, এসব বই ও বিষয় পশ্চিমা চিন্তাধারা প্রচার করে এবং ইসলামী শারিয়ার বিরোধী। ফলে শিক্ষার্থীদের "সঠিক পথে রাখতে" এগুলো পাঠ্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিষিদ্ধ তালিকায় প্রায় ১৪০টির বেশি বই রয়েছে, যেগুলোর অধিকাংশই নারীদের লেখা। এমনকি বিজ্ঞানের মতো নিরপেক্ষ বিষয়ে লেখা কিছু বইও কেবল লেখক নারী হওয়ায় সরিয়ে ফেলা হয়েছে।


শিক্ষাবিদরা বলছেন, এই সিদ্ধান্ত আফগান নারীদের উচ্চশিক্ষার পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে। কারণ নারীদের লেখা বই এবং নারীর সমাজ, অধিকার, সমতা ইত্যাদি সম্পর্কিত বিষয় ছাড়া পূর্ণাঙ্গ শিক্ষা সম্ভব নয়। ইতোমধ্যেই নারী লেখক, গবেষক ও শিক্ষকরা তালেবান প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংস্থাগুলো একে নারী অধিকারবিরোধী ও বৈষম্যমূলক পদক্ষেপ আখ্যা দিয়েছে।


তালেবানের সাম্প্রতিক এ সিদ্ধান্ত আফগান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থাকে আরও সংকুচিত করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে একটি প্রজন্ম শিক্ষাগতভাবে পিছিয়ে পড়বে এবং নারীরা প্রায় সম্পূর্ণভাবে উচ্চশিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default