কুলাউড়া রেলস্টেশনের শৌচাগারে নাজেহাল অবস্থা, যাত্রীদের ক্ষোভ

ভিক্টরি টাইমস ৭১
0

কুলাউড়া জংশন

জাসিমুল ইসলাম : দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন কুলাউড়া রেলস্টেশন। প্রতিদিন হাজারো যাত্রী এখান থেকে ট্রেনে ওঠানামা করেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি স্টেশন হওয়া সত্ত্বেও শৌচাগার ও স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্থানীয়রা জানিয়েছেন, স্টেশনের শৌচাগারের অবস্থা এতটাই নাজুক যে ব্যবহার করা প্রায় অসম্ভব। ভেতরে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, বদ্ধ ও দুর্গন্ধময় পরিবেশে যাত্রীদের প্রবেশ করাই কষ্টকর। দেয়ালে লেগে থাকা ময়লা ও ফাঙ্গাস, মেঝেতে জমে থাকা কাদা ও বর্জ্য প্রমাণ করে দীর্ঘদিন ধরে কোনো রকম পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়নি।


যাত্রীদের অভিযোগ

যাত্রীদের অভিযোগ, প্রতিদিন হাজারো মানুষ কুলাউড়া রেলস্টেশনে আসা-যাওয়া করলেও কর্তৃপক্ষ শৌচাগার ব্যবস্থাপনার দিকে নজর দিচ্ছে না। বিশেষ করে নারী ও বয়স্ক যাত্রীদের জন্য এ ধরনের পরিবেশ ভয়াবহ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "নেতা-নেত্রী আসলেই নানা প্রতিশ্রুতি শোনা যায়। কিন্তু সাধারণ যাত্রীরা প্রতিদিন এই দুর্ভোগ সহ্য করছে। এত বড় স্টেশনে শৌচাগারের এমন বেহাল অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"


স্থানীয়দের প্রতিক্রিয়া

স্থানীয় সামাজিক সংগঠনগুলোর ভাষ্যমতে, কুলাউড়া উপজেলায় উন্নয়নের নানা দিক আলোচিত হলেও রেলস্টেশনের শৌচাগারের মতো মৌলিক সেবা দীর্ঘদিন ধরে অবহেলিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।


দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ

কুলাউড়া রেলওয়ে স্টেশনে প্রতিদিন বিপুল পরিমাণ টিকিট বিক্রি হয় এবং এখান থেকে সরকারের রাজস্ব আয়ও কম নয়। কিন্তু যাত্রীসেবার অন্যতম মৌলিক দিক শৌচাগারের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে কেন এ ধরনের অবহেলা—তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।


যাত্রীদের দাবি

যাত্রী ও সাধারণ মানুষ অবিলম্বে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ, পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং নষ্ট অবকাঠামো সংস্কার জরুরি। অন্যথায় প্রতিদিন যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top