আবুধাবিতে ৮ রানের রোমাঞ্চকর জয়ে সুপার ফোরে যাওয়ার আশা জিইয়ে রাখল লাল-সবুজরা

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি - ফেসবুক 

 স্পোর্টস ডেস্ক | 

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে খেলার আশা জিইয়ে রাখল লাল-সবুজরা।


প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। জবাবে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৪৬ রানে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশের ২০০তম জয়।


ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ২৮ বলে তিনি খেলেন ৫২ রানের ঝড়ো ইনিংস। সাইফ হাসান করেন ৩০ ও তাওহিদ হৃদয় ২৬ রান। তবে শেষ দিকে ব্যাটিং ব্যর্থতায় কাঙ্ক্ষিত ১৬০ রান স্পর্শ করতে পারেনি বাংলাদেশ।


তবে বোলাররা পুষিয়ে দেন সেই ঘাটতি। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই অসাধারণ বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১১ রানে নেন ২ উইকেট। অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ঝলক দেখান ৩ উইকেট শিকার করে। এছাড়া রিশাদ হোসেন নেন ২ উইকেট।


আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে গুরবাজের ব্যাট থেকে। ওমরজাই ১৬ বলে ৩০ রান করলেও শেষ পর্যন্ত মুস্তাফিজ-তাসকিনদের আক্রমণে ম্যাচ হাতছাড়া হয় আফগানদের।


এই জয়ে গ্রুপে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। তবে এখনও নিশ্চিত হয়নি সুপার ফোর। আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য।


ফল: বাংলাদেশ জয়ী ৮ রানে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default