![]() |
| ছবি: সংগৃহীত |
নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করুক। তিনি বলেছেন, "একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক।"
ফখরুল উল্লেখ করেন, এই অবস্থান নেয়ার কারণে তাকে ভারতের এজেন্ট বা "আওয়ামীর দালাল" বলে অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, "শেখ হাসিনার অপকর্ম আমরা কেন করব? হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরা তো প্রতিফল পাব। তবে মানুষ এত রক্ত দেখেছে, এত প্রাণহানি— তাদের মধ্যে আওয়ামী-বিরোধিতা রয়েছে।"
ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে ফখরুল আরও বলেন, ভোট আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি আশ্বস্ত করেছেন, কোনো অশান্তি হবে না এবং মানুষ ভোটাধিকার ফেরত চাচ্ছে।
জামায়াতের অংশগ্রহণ সম্পর্কেও ফখরুল জানান, তারা প্রচলিত ভোট পদ্ধতিতেই ভোটে অংশ নেবে। তবে এনসিপিকে তিনি "কোনো শক্তি" হিসেবে মনে করেন না এবং তাদের লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।
এছাড়া, বিএনপি ও সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে নির্বাচনের বিষয়ে সমন্বয়ও ইতিমধ্যেই হয়েছে। ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সকল পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ।
ফখরুল আরও বলেন, বিএনপি অসাম্প্রদায়িক, মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। তিনি আশ্বাস দেন, "জামায়াতকে আর সুবিধা নিতে দেবো না। আমরা চাই, ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক। ভুল বোঝাবুঝির অবসান হোক।"

