শেখ হাসিনার অনলাইন উপস্থিতি জরুরি: গোলাম রাব্বানী

ভিক্টরি টাইমস ৭১
0

শেখ হাসিনা ও গোলাম রাব্বানী 
 নিউজ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশের যাত্রায় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তবে এই সুবিধাকে কতটা কাজে লাগানো হয়েছে, আর বিরোধীরা কতটা ব্যবহার করেছে—সে প্রশ্ন এখন তোলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।


তিনি বলেন, “বর্তমানে রাজনৈতিক বক্তব্য প্রচারে গণমাধ্যমের সীমাবদ্ধতার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমই আমাদের প্রধান ভরসা। কিন্তু আওয়ামী লীগের অনলাইন উপস্থিতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় নয়। বিএনপির রয়েছে ৩৩ লাখ ফলোয়ারের ‘বিএনপি মিডিয়া সেল’ এবং খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে আছেন প্রায় ৩০ লাখ অনুসারী। অথচ আওয়ামী লীগের কোনো অফিসিয়াল মিডিয়া সেল নেই।”


গোলাম রাব্বানী মনে করেন, ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের পক্ষ থেকে আলাদা অফিসিয়াল মিডিয়া সেল থাকা এখন সময়ের দাবি। একইসঙ্গে নেত্রীর একটি ভেরিফাইড অফিসিয়াল পেজ খোলা জরুরি, যাতে তাঁর নির্দেশনা ও বার্তা সরাসরি জনগণ এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছাতে পারে।


তিনি আরও বলেন, “বিশ্বের প্রায় সব রাষ্ট্রপ্রধান বা শীর্ষ রাজনৈতিক নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। সেখানে আমাদের নেত্রীর ভেরিফাইড পেজ না থাকা রাজনৈতিক যোগাযোগে এক ধরনের ঘাটতি তৈরি করছে। অনলাইন প্রচারণায় আমাদের আরও শক্তিশালী হতে হবে।”


নেতাকর্মীদের অভিমত, গোলাম রাব্বানীর এই প্রস্তাব বাস্তবায়িত হলে আওয়ামী লীগের ডিজিটাল উপস্থিতি আরও দৃঢ় হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়বে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top