জাকসু নির্বাচনে কুলাউড়ার ছেলে রুহুল নাট্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

ভিক্টরি টাইমস ৭১


তানজিম আহমেদঃ- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নাট্য সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কুলাউড়ার কৃতী সন্তান রুহুল ইসলাম। তিনি শিবির সমর্থিত সমন্বিত শিক্ষা শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ছিলেন।


১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রুহুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইগিমি চাকমা-কে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। ইগিমি চাকমা সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৯২৮ ভোট পান, অন্যদিকে রুহুল ইসলাম পেয়েছেন ১৯২৯ ভোট।


রুহুল ইসলামের বাড়ি কুলাউড়া উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে। তিনি পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এছাড়াও তিনি কুলাউড়ার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে স্থানীয় উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top