আন্তর্জাতিক ডেস্ক | Victory Times 71
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে সাগরের ধারে পড়ে যায়। এতে বিমানবন্দরের নিরাপত্তা গাড়িতে থাকা দুইজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। তবে বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিমানটি ছিল এমিরেটস স্কাইকার্গো (Emirates SkyCargo)-এর মালামাল পরিবহনের ফ্লাইট EK9788, যা তুরস্কভিত্তিক ACT Airlines দ্বারা পরিচালিত হচ্ছিল। দুবাইয়ের আল মক্তুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হংকং আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ল্যান্ডিংয়ের সময় বোয়িং ৭৪৭-৪০০ মডেলের এই কার্গো বিমান রানওয়ের নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর প্রান্তের নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ে। সেখানে একটি প্যাট্রোল গাড়িকে ধাক্কা দিয়ে বিমানটি সাগরের দিকে ছিটকে পড়ে। সংঘর্ষের পর গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং গাড়িতে থাকা দুইজন কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো কার্গো ছিল না। চারজন ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন এবং তাঁদের সামান্য শারীরিক আঘাত লেগেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। তবে কেন বিমানটি রানওয়ে থেকে ছিটকে গেল, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে হংকং সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, “নিহত দুইজন কর্মীর প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি। ঘটনাস্থল থেকে বিমান ও গাড়ি দুটোই উদ্ধার কার্যক্রম চলছে।”
বিশ্বের অন্যতম ব্যস্ত এশীয় বিমানবন্দর হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এমন মর্মান্তিক দুর্ঘটনা সাম্প্রতিক সময়ে আর ঘটেনি। ঘটনাটিকে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: Reuters, AP News, Business Insider, South China Morning Post


