নিউজ ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সাহসী মুখ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য, টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে বাগদান সম্পন্ন করেন।
গতকাল রাতে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে এই পারিবারিক আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইশরাক হোসেনের মা জনাবা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা জনাব নুর মোহাম্মদ খান।
আংটি পরানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় এই বাগদান।
দুই পরিবারের পক্ষ থেকে নবদম্পতির আগামীর জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে।

