ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সব বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভিক্টরি টাইমস ৭১

 


জাসিমুল ইসলাম: বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্তে সংগঠন থেকে দেওয়া সকল বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “সার্বিক আবেদনের প্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নিয়ম পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না এই শর্তে, ২০ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে অদ্যাবধি কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত সকল বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।”


ছাত্রলীগ সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে পূর্বে বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও সংগঠনের কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হলো। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও ঐক্য ধরে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব পুনর্গঠন ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top