![]() |
| ছবি সংগৃহীত |
স্টাফ রিপোর্টার: রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টারের সামনে ককটেল হামলায় আহত হয়েছেন মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য সচিব তামিম আহমদ।
সোমবার রাতে রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলায় আহত তামিম আহমদকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
এনসিপির নেতারা দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাটি সাময়িকভাবে ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও পরিদর্শন করেছে বলে জানা গেছে।

