কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাওলানা ফজলুল হক খান সাহেদ

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি সংগৃহীত 
নিজস্ব প্রতিবেদন | ভিক্টরি টাইমস ৭১
 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক ঘোষণা দিয়েছেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক দুই বারের ভাইস চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।


তিনি জানিয়েছেন, তিনি আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার কুলাউড়ায় এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি বলেন,

> “জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। কুলাউড়ার উন্নয়ন, শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”

এসময় স্থানীয় আলেম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top