যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে ২০ বছর অপেক্ষা: আশ্রয় নীতিতে আসছে বড় পরিবর্তন

ভিক্টরি টাইমস ৭১
0

 

ছবি সংগৃহীত 
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। আগামী ১৭ নভেম্বর সোমবার স্বরাষ্ট্রসচিব শাবানা মাহমুদ যে ঘোষণা দেবেন, তাতে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন থেকে ২০ বছর অপেক্ষা করতে হবে—এমন নির্দেশনাই অন্তর্ভুক্ত থাকবে।


সরকার জানিয়েছে, ছোট নৌকা পারাপার কমানো ও আশ্রয় ব্যবস্থা আরও কঠোর করার লক্ষ্যেই এই নীতি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।


নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয় পাওয়া ব্যক্তিদের সাময়িকভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হবে। তাদের শরণার্থী স্ট্যাটাস নির্দিষ্ট সময় পরপর নিয়মিত পর্যালোচনা করা হবে। কোনো ব্যক্তির জন্মভূমি নিরাপদ হিসেবে বিবেচিত হলে তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।


বর্তমানে আশ্রয়প্রাপ্ত ব্যক্তির শরণার্থী মর্যাদার মেয়াদ পাঁচ বছর, এরপর তারা অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি (ILR) আবেদন করতে পারে। তবে স্বরাষ্ট্রসচিব শাবানা মাহমুদ জানিয়েছেন, প্রাথমিক সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হবে, যাতে স্ট্যাটাস দ্রুত পর্যালোচনা করা যায়।


এর পাশাপাশি স্থায়ী বসবাসের আবেদন করার জন্য অপেক্ষার সময় ৫ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনাই সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে আসছে।


সরকারের মতে, এসব পদক্ষেপ আশ্রয় ব্যবস্থাকে “আরও কার্যকর ও নিয়ন্ত্রিত” করতে সহায়ক হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top