কুলাউড়ায় আট দফা দাবিতে রেল অবরোধ, চার ঘণ্টা পর সমঝোতায় আন্দোলনকারীরা

ভিক্টরি টাইমস ৭১
0


কুলাউড়া প্রতিনিধি | ভিক্টরি টাইমস 

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশনসহ সিলেট-আখাউড়া রেলপথের বিভিন্ন স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। অবরোধের কারণে সিলেট রুটে একাধিক আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


দাবি পূরণের আশ্বাসে চার ঘণ্টা পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। এর আগে কুলাউড়া রেলওয়ে রেস্ট হাউসে আন্দোলনকারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে রেল সচিবের পক্ষে তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বত জান চৌধুরী, বিভাগীয় প্রকৌশলী (২) আহসান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর শাহাজান পাটোয়ারী প্রমুখ।


রেল কর্তৃপক্ষ বৈঠকে জানায়—


সিলেট রুটের প্রতিটি আন্তনগর ট্রেনে দুটি করে অতিরিক্ত বগি সংযোজন করা হবে।


ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যে সিলেট-আখাউড়া রেলপথে দুটি লোকাল ট্রেন চালু হবে।


৭২ ঘণ্টার মধ্যে কুলাউড়া থেকে সিলেট পর্যন্ত আন্তনগর পারাবত ট্রেনে ৬০ আসনের একটি বগি স্থায়ীভাবে যুক্ত হবে (কুলাউড়ায় ৪০, শ্রীমঙ্গলে ২০ আসন)।


আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও আধুনিকায়নের জন্য ১ হাজার ৭৩৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, নভেম্বরের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে।


২০২৬ সালের জানুয়ারির মধ্যে সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালু করা হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অধিকাংশ দাবি বাস্তবায়নের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।”


 আট দফা দাবির মূল পয়েন্ট


১️, ঢাকা-সিলেট রুটে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালু করা

২️, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু

৩️, আখাউড়া-সিলেট রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা

৪️, আখাউড়া-সিলেট সেকশনে লোকাল ট্রেন চালু

৫️, সব বন্ধ স্টেশন পুনরায় চালু করা

৬️, কুলাউড়া ও শ্রীমঙ্গল স্টেশনে আসনসংখ্যা বৃদ্ধি

৭️, সিলেট-ঢাকাগামী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে আধুনিক ইঞ্জিন সংযোজন

৮️, যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন


এদিকে শ্রীমঙ্গলেও একই দাবিতে দুপুরে স্থানীয় বাসিন্দারা পারাবত এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। পরে আলোচনা শেষে সেখানেও অবরোধ তুলে নেওয়া হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top