ঢাকা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার মুজাম্মিলের মর্মান্তিক মৃত্যু

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
কুলাউড়া প্রতিনিধি: নরসিংদীর ভৈরব এলাকায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের বাসিন্দা মুজাম্মিল। তিনি মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা মোতাহির আলী সাহেবের বড় ছেলে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভৈরবগামী পথে যাত্রারত অবস্থায় হঠাৎ দুর্ঘটনার কবলে পড়েন মুজাম্মিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


মুজাম্মিলের অকাল মৃত্যুতে মনসুর গ্রামসহ পুরো কুলাউড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন।


পারিবারিক সূত্র জানায়, জানাজা ও দাফনের সময় সম্পর্কে পরে জানানো হবে।


মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তার শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top