কারা হেফাজতে পুলিশের অমানবিক নির্যাতনে বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

ভিক্টরি টাইমস ৭১

ছবি সংগৃহীত 
কারা হেফাজতে মারা গেছেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবু। রোববার (২১/১২/২০২৫) তারিখ বিকেলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।



সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, একটি মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ায় রোববার বিকেলে ওয়াসিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় কাশিমপুর কারাগার–২ এর ফটকে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, “বিকাল সোয়া চারটার দিকে পুলিশের কাছে হস্তান্তরের সময় কারা ফটকেই তিনি অজ্ঞান হয়ে যান। পরে দ্রুত তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”



কারা সূত্র জানায়, গত সেপ্টেম্বরে গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর ওয়াসিকুর রহমানকে কাশিমপুর কারাগার–২ এ পাঠানো হয়। তিনি বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।



এদিকে ছাত্রলীগের সাবেক এক নেতা, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান—গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকায় একটি ‘ঝটিকা মিছিল’ চলাকালে ওয়াসিকুরকে স্থানীয় লোকজন আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে কলাবাগান থানা পুকর্তৃপক্ষ।লিশের কাছে হস্তান্তর করা হয়।



ওই নেতা আরও দাবি করেন, আটক হওয়ার সময় ওয়াসিকুর গুরুতর আহত ছিলেন এবং গ্রেপ্তারের পর পর্যাপ্ত চিকিৎসা পাননি বলে তার ধারণা।

ওয়াসিকুর রহমানের মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top