শিবগঞ্জে জামায়াত-শিবিরের নির্মমতা যুবককে খুঁটিতে বেঁধে হাত-পা কেটে নেওয়ার চেষ্টা

ভিক্টরি টাইমস ৭১

ছবি:সংগৃহীত 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে দেড় ঘণ্টাব্যাপী নির্যাতন ও হাত-পা কেটে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে।


ভুক্তভোগী যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাট এলাকায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন জামায়াত-শিবির কর্মী পরিকল্পিতভাবে সিজুকে ধরে এনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মৃত্যুর নিশ্চয়তা দিতে শরীরের একাধিক স্থানে আঘাত করা হয়। ভয়াবহ এই দৃশ্য দূর থেকে দেখলেও আতঙ্কে কেউ এগিয়ে আসতে সাহস পাননি।


আহত অবস্থায় মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সুফিয়ান সিজু অভিযোগ করে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে তাকে দেড় ঘণ্টা ধরে খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করেছে। তিনি হামলায় জড়িত হিসেবে আব্দুর রাজ্জাক, বিষের দোকানদা, শরৎনগর গ্রামের আনোয়ার, চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন।


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top