কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু

ভিক্টরি টাইমস ৭১

ছবি: নিহত লিটন
নিজস্ব প্রতিবেদক: জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গিয়ে প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসী নির্মাণ শ্রমিক। নিহত যুবকের নাম লিটন দাস (২৩)। তিনি কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার বাসিন্দা নান্টু দাসের ছেলে।


রবিবার (২৫ জানুয়ারি) কাতারের স্থানীয় সময় বিকেল আনুমানিক ৪টার দিকে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। লিটন দাস কাতারের একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।


নিহতের সহকর্মী ও বন্ধু জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাজের সময় চারতলা ভবনের ওপর অবস্থানকালে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান লিটন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করতে এগিয়ে এলেও ওপর থেকে পড়ে গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


লিটনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। একই সঙ্গে প্রবাসে কর্মরত সহকর্মী এবং নিজ এলাকা কুলাউড়ার ছকাপন এলাকাতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।


প্রবাসে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও সতর্কতা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top