![]() |
| ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপে জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করল বাংলাদেশ জাতীয় দল। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচেই দারুণ আত্মবিশ্বাসী সূচনা করেছে টাইগাররা। ব্যাট হাতে ঝলক দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান।
ব্যাটিংয়ে সাইফ ও হৃদয়ের লড়াই
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। মাত্র ১ রানে আউট হন তানজিদ হাসান তামিম। এরপর চাপ সামলে ইনিংস গড়েন সাইফ হাসান ও লিটন দাস। লিটন ২৩ রানে বিদায় নিলেও সাইফ আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন।
৪৫ বলে ৬১ রান করে তিনি সাজঘরে ফেরার পর দায়িত্ব নেন তাওহীদ হৃদয়। শেষ দুই ম্যাচে ব্যর্থ হলেও এদিন তিনি খেলেন ৫৮ রানের মূল্যবান ইনিংস। তবে জয়ের কাছাকাছি গিয়ে তিনি আউট হলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত শামীম পাটোয়ারী ১২ বলে অপরাজিত ১৪ রান করে দলকে ১ বল হাতে রেখে জয় এনে দেন।
লঙ্কানদের সংগ্রহ
টস হেরে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৬৮ রান। ইনিংসের সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক দাসুন শানাকা। তিনি ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন। এছাড়া চারিথ আসালঙ্কা ২১ রান যোগ করেন দলের খাতায়।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট, মাত্র ২০ রানে। এ ছাড়া শেখ মেহেদি ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট তুলে নেন।
ম্যাচসেরা সাইফ হাসান
ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্সের পাশাপাশি মাঠে দুর্দান্ত ক্যাচও ধরেন সাইফ। তার এই নৈপুণ্যেই বাংলাদেশ সুপার ফোরে শুভ সূচনা করেছে।

