কুলাউড়ায় জামায়াতে ইসলামী’র ডোর টু ডোর কর্মসূচি

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি: সংগৃহীত 
কুলাউড়া প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ৬নং কাদিপুর ইউনিয়নে পালিত হয়েছে “ডোর টু ডোর গণসংযোগ পক্ষ”। স্থানীয় শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ছিল দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে জমজমাট।


কর্মসূচিতে জামায়াতের নেতারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যার খোঁজখবর নেন এবং দলের প্রতীক দাড়ি-পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় জনগণও নেতাদের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন।


গণসংযোগের মূল আকর্ষণ ছিলেন ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী, যিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রার্থী। তিনি বর্তমানে জেলা শাখার আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্থানীয় নেতারা তাকে “ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক” হিসেবে জনগণের সামনে তুলে ধরেন।


গণসংযোগ কর্মসূচিতে বক্তারা বলেন,

“দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। এ পরিবর্তনের জন্য দাড়ি-পাল্লা মার্কায় ভোট দিয়ে সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত করতে হবে।”


তারা আরও দাবি করেন, জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে থাকবে।


স্থানীয় বাসিন্দারা জানান, এমন কর্মসূচি জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ বাড়ায়। এতে ভোটাররা সরাসরি প্রার্থীর পরিকল্পনা ও অঙ্গীকার শুনতে পান। অনেকেই আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে কুলাউড়া থেকে পরিবর্তনের ধারা শুরু হবে।


মৌলভীবাজার-২ আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে ইতিমধ্যেই। এরই মধ্যে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলীর পক্ষে ব্যাপক গণসংযোগ শুরু করায় কুলাউড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top