শফি আহমদ সলমানের নেতৃত্বে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে শেখ হাসিনার সমর্থনে প্রবাসীদের প্রোটেস্ট র‌্যালি

ভিক্টরি টাইমস ৭১
0


 যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কোয়ারে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে প্রবাসী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রোটেস্ট র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি চলাকালে পুরো স্কোয়ার মুখরিত হয়ে ওঠে “শেখ হাসিনা শেখ হাসিনা”, “হটাও ইউনুস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানে। এতে প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম শফি আহমদ সলমান। এ ছাড়া লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি র‌্যালিতে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় প্রবাস থেকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নেন।


র‌্যালি শেষে জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শফি আহমদ সলমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top