কুলাউড়ায় ওসি ওমর ফারুক ও আওয়ামীলীগ নেতাদের ঘনিষ্ঠতার অভিযোগ

ভিক্টরি টাইমস ৭১
0


স্থানীয়ভাবে সমালোচনার ঝড়, অভিযোগ অস্বীকারে কোনো বক্তব্য মেলেনি

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় অনলাইন ফেসবুক পেজ কুলাউড়া টাইমস ডটকম–এ প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ উঠে আসে।


প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ওসি ওমর ফারুকের আলাপচারিতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।


প্রতিবেদনে গোপন সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, ওসি দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। বিশেষ করে সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেনের সঙ্গে তার সমঝোতার বিষয়টি উল্লেখ করা হয়। এর জেরে ওই নেতারা এলাকায় নির্বিঘ্নে চলাফেরা করছেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।


এছাড়াও, আরও কয়েকজন নেতাকে গোপনে সহায়তা ও আশ্রয় দেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।


এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আবার অন্যরা বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাও হতে পারে।


তবে এ বিষয়ে কুলাউড়া থানার পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের কারো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব পুলিশের। কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তা জনগণের আস্থায় প্রভাব ফেলতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top