শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১ আহত ২

ভিক্টরি টাইমস ৭১
0


শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।


বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।


দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।


এলাকাবাসীর অভিযোগ, লইয়ারকুল ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরেই সড়কের অবকাঠামো দুর্বল এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা লেগেই আছে। প্রতিবারই প্রাণহানি ঘটলেও কার্যকর পদক্ষেপ দেখা যায় না।


স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—“সড়কের অবকাঠামো সংস্কার ও সচেতনতা কি কেবল মুখের বুলি হিসেবেই থাকবে?”


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top