জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যু

ভিক্টরি টাইমস ৭১

ছবি সংগৃহীত 

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ অক্টোবর) রাতে পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠী ও সংগঠনের নেতাদের বরাত দিয়ে জানা গেছে, খাবার শেষে তিনি শ্বাসকষ্টের কথা জানান। পানি খাওয়ার চেষ্টা করার আগেই মাটিতে লুটিয়ে পড়েন হাসিবুর। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে ধারণা করেছেন।

হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগ এর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়। রাজনীতিতে সক্রিয় এই তরুণ ছাত্রনেতার আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর জানিয়েছেন, প্রথমে ক্যাম্পাসে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top