কুলাউড়ায় মোটরসাইকেলের ধা'ক্কা'য় প্রা/ণ গেলো এক নারীর

ভিক্টরি টাইমস ৭১


 কুলাউড়ায় মোটরসাইকেলের ধা'ক্কা'য় প্রা/ণ গেলো এক নারীর


কুলাউড়া উপজেলার রবিরবাজার-ঝিলেরপাড় সড়কে সড়ক দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে।  


সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রবিরবাজারে আশা ব্যাংকের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শাম্মি বেগম (৫০), তিনি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানিকারি এলাকার বাসিন্দা।  


স্থানীয় সূত্রে জানা যায়, শাম্মি বেগম রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেল চালক দুজনেই গুরুতর আহত হন।  


স্থানীয়রা বলেন, গুরতর আহত অবস্থা দেখে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়, সেখানে যাওয়ার সময় মধ্য রাস্তায় শাম্মি বেগম মৃত্যু বরণ করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top