জাতিসংঘ সফরে উপদেষ্টাদের সঙ্গে ৩ দলের প্রতিনিধি, সমালোচনায় রাশেদ খান

ভিক্টরি টাইমস ৭১
0

রাশেদ খান 
স্টাফ রিপোর্টার: অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এ সফরে তারা নিজেদের সফরসঙ্গী হিসেবে দেশের তিনটি রাজনৈতিক দলের মোট ছয়জন নেতাকে সঙ্গে নিয়েছেন।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন—


বিএনপি: মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির


জামায়াতে ইসলামী: নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও নকিবুর রহমান তারেক


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা



সরকারি মহলের দাবি, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় ঐক্যের বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


তবে বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “উপদেষ্টাগণ নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিকে সঙ্গে নিয়েছেন। অর্থাৎ যতই বড় কথা বলা হোক না কেন, তারা টিকে আছেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সুরক্ষার ওপর নির্ভর করে। বৈষম্য দূর করতে এসে উপদেষ্টা পরিষদ আসলে নতুন বৈষম্যের জন্ম দিয়েছে।”


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরকে বহুপক্ষীয় প্রতিনিধিত্ব প্রদর্শনের উদ্যোগ হিসেবে দেখা হলেও, এর মধ্যেই বৈষম্য ও নির্বাচনী ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top