বি-স্ফোরক মন্তব্যের পর ক্ষমা চাইলেন রশ্মিকা মন্দানা খ্যাত মুফতি আমির হামজা

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি সংগৃহীত 
নিউজ ডেস্ক: আলোচিত ইসলামি বক্তা ও জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে দেওয়া বিস্ফোরক মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তাকে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে।


রবিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সংগঠন থেকে দায়িত্বশীলরা বলেছেন, রাজনৈতিক বিতর্কিত বক্তব্য দেওয়া যাবে না। মাহফিলে আমি যেন কেবল কোরআনের তাফসির নিয়েই আলোচনা করি—এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।”


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান নিয়ে করা বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুল করে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়েছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আরও সতর্ক থাকব।”


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গেও তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি যখন সেখানে ছিলাম, ক্যাম্পাসে যা হতো তা সবার জানা। তবে এখন বলা হচ্ছে ওই বোতলে পানি খাওয়া হয়। যদি তাই হয়ে থাকে, তবে আমি দুঃখিত।”


ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে পূর্বে দেওয়া বক্তব্যের জন্যও ক্ষমা চান তিনি। হামজা বলেন, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনার সময় ওই উদাহরণ দিয়েছিলাম। এর জন্য মাফ চাইছি। আর কখনো এ ধরনের মন্তব্য করব না।”


উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু বক্তব্য তুমুল বিতর্কের জন্ম দেয়। ছাত্রদলসহ ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারা তার বক্তব্যের সমালোচনা করে ক্ষমা চাইতে বলেন।


এভাবে তাকে নিয়ে চলমান বিতর্ক আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top