জাসিমুল ইসলাম: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে যে, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এ তথ্য সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
মূলত একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে এই ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করায় মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, আমিরাত কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়নি।
অর্থাৎ, বাংলাদেশিদের জন্য আমিরাত ভিসায় কোনো নতুন বিধিনিষেধ আরোপ করা হয়নি।

