![]() |
| এডভোকেট ফজলুর রহমান |
নিউজ ডেস্ক: বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে স্পষ্ট অবস্থান না নেয়, তাহলে ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক শক্তি এ অবস্থান নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির আলোচিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
সম্প্রতি এক টক শোতে তিনি বলেন, “বিএনপি দাঁড়ালে ভালো। আমি তো আছিই বিএনপিতে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায়, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে একা দাঁড়াতে হবে না।”
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ কুক্ষিগত করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ৭১ শতাংশ ভোট পেয়েছিল। এর বাইরে মুসলিম লীগের বিভিন্ন অংশ ৮-১০ শতাংশ এবং জামায়াত ৬ শতাংশ ভোট পায়। সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের নেতৃত্ব আওয়ামী লীগের হাতে যাওয়া স্বাভাবিক ছিল বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফজলুর রহমান বলেন, “জামায়াত মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল বলে অভিহিত করেছিল। এমনকি ২৫ মার্চের গণহত্যার পর গোলাম আজম টিক্কা খানের সঙ্গে দেখা করে তাঁকে সমর্থন জানিয়েছিল।”
নিজ দলের প্রতি আক্ষেপ জানিয়ে তিনি বলেন, “আমার দলের যদি রাজনৈতিক শিষ্টাচার থাকে, তবে আমাকে সঙ্গে রাখা উচিত। আমি যদি কোনো ভুল করি তবে সেটা জানানো উচিত। অথচ আমাকে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে দোষী বলা হয়েছে। যদি তাই হয়, তবে টেলিভিশন চ্যানেলগুলোতে আমাকে ডাকা হতো না।”

