বোনকে উত্ত্যক্ত করায় কমলগঞ্জে যুবক খুন, পিবিআইর তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ভিক্টরি টাইমস ৭১


কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার মূল আসামি শামীম আহমদ (৩৪)কে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।


পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন জানান, রোববার বিকেলে রাজনগর এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকার করেন, লিটন তার বোনকে নিয়মিত উত্ত্যক্ত করত। পাশাপাশি এলাকায় বখাটেপনা ও চুরি-চামারির সঙ্গেও জড়িত ছিল। এসব কারণে ক্ষুব্ধ হয়ে শামীমসহ আরও কয়েকজন মিলে তাকে হত্যা করে।


তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশের ধানক্ষেত থেকে লিটনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top