বিনোদন ডেস্ক: প্রেম মানব জীবনের চিরন্তন অনুভূতি। সেই প্রথমবার কারও প্রতি জন্ম নেওয়া টান, মায়া আর ভালো লাগার স্মৃতিকে স্মরণ করে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘প্রথম প্রেম দিবস’। প্রতি বছর ১৮ সেপ্টেম্বর দিনটিকে ভালোবাসার অনন্য উৎসব হিসেবে পালন করা হয়।
এই দিবসটির সূচনা হয় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে। তখন থেকে প্রতি বছর দিনটি পালিত হচ্ছে স্মৃতিচারণ, আবেগ ভাগাভাগি ও ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে। যদিও প্রথম প্রেম সবসময় সফল হয় না, তবুও এর অভিজ্ঞতা আজীবন হৃদয়ে থেকে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ-তরুণীরা আজ শেয়ার করছেন নিজেদের প্রথম প্রেমের গল্প, স্মৃতি ও আবেগঘন অভিজ্ঞতা। মনোবিজ্ঞানীদের মতে, প্রথম প্রেম মানুষের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং জীবনের পথে প্রেরণা জোগায়।
দিনটি তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছে ভালোবাসার স্মৃতিকে রঙিন করে তোলার বিশেষ উপলক্ষ—‘প্রথম প্রেম দিবস’।