নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এমন দুর্ঘটনা কেন বারবার ঘটছে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
এর আগে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একই পরিমাণ সহায়তার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রিজভী বলেন, “আবাসিক এলাকার মধ্যে কীভাবে কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। কর্তৃপক্ষের তদারকির অভাবেই এমন দুর্ঘটনা ঘটে চলেছে।”
তিনি আরও জানান, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে শিল্প ও আবাসিক এলাকায় নিরাপত্তা ও পরিকল্পনা নিশ্চিত করতে কার্যকর নীতি গ্রহণ করবে।
মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের একটি গার্মেন্টস প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়।
এ ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং তিন জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধরা হলেন— মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল।

