![]() |
মো:ইসরাইল হোসেন |
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার ২০২৫-২৬ অর্থবছরের জেলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে প্রকাশিত প্রকল্প তালিকায় জেলার বৃহত্তম উপজেলা কুলাউড়ার নাম না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) থেকে জারি করা সরকারি চিঠি (স্মারক নং-৪৬.০০.০০০০.০৮২.১৪.০০১.২৪-২৫৭৫(৩)-১৩১০) অনুযায়ী, মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলায় মোট ২৪টি উন্নয়ন প্রকল্পে ৭৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আশ্চর্যের বিষয়, কুলাউড়া উপজেলার কোনো প্রকল্পই ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
চিঠি অনুযায়ী, বড়লেখা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, জুড়ী ও মৌলভীবাজার সদর উপজেলায় মসজিদ-মন্দির সংস্কার, রাস্তা ও সামাজিক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে এই বরাদ্দ দেওয়া হয়েছে।
তালিকায় কুলাউড়া না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। অনেকেই লিখেছেন,
> “জেলার সবচেয়ে বড় উপজেলা কুলাউড়াকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এটা কি উন্নয়ন না বৈষম্য?”
অন্য একজন মন্তব্য করেছেন,
> “মৌলভীবাজারের উন্নয়ন মানেই কুলাউড়াকে বাদ দেওয়া—এটা কুলাউড়া বাসী কোনোভাবেই মেনে নেবে না।”
স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, জেলা পরিষদের উন্নয়ন বরাদ্দ সমন্বিতভাবে সব উপজেলায় বণ্টন করা উচিত, যাতে কোনো অঞ্চল বৈষম্যের শিকার না হয়।
তারা জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন—
কুলাউড়াকে অবিলম্বে জেলা পরিষদের চলমান উন্নয়ন সহায়তার আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।
জানা গেছে, “কেলা পরিষদ উন্নয়ন সহায়তা” খাতের আওতায় এ বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে।
চিঠিতে সই করেছেন বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব।

