ধর্মীয় নয়, প্রেমঘটিত’ গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধ*র্ষ*ণ সংক্রান্ত ঘটনায় পুলিশের স্পষ্ট ব্যাখ্যা

ভিক্টরি টাইমস ৭১
0


নিজস্ব প্রতিবেদক | গাজীপুর

সামাজিক যোগাযোগ মাধ্যমে “গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ” শিরোনামে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ জানিয়েছে— ঘটনাটির সাথে কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক সংশ্লেষ নেই, বরং এটি প্রেমঘটিত ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে উদ্ভূত।



বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যানুসারে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমিনুল ইসলাম এর ১৩ বছর বয়সী মেয়ে আশা মনি একই এলাকার জয় কুমার দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল।


আশা মনি পূর্বে দু’বার জয় কুমার দাসের সঙ্গে পালিয়ে গিয়ে পরবর্তীতে স্বেচ্ছায় বাড়ি ফিরে আসে। সর্বশেষ ২০ আগস্ট মেয়েটি পুনরায় উক্ত যুবকের সঙ্গে পালিয়ে যায় এবং দুই দিন পর নিজ বাসায় ফিরে আসে।



এরপর, ১৫ অক্টোবর মেয়ের মা মোছা: শিউলি বেগম তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামি জয় কুমার দাস এবং তার সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।



বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ড ও মন্তব্যগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ঘটনাটি ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।


 পুলিশ প্রশাসন সকলকে গুজবে কান না দেওয়ার এবং যাচাইবাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top