ঢাকা| নিজস্ব প্রতিবেদক| ভিক্টরি টাইমস ৭১
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)–এর তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সহপাঠী নির্যাতন ও ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে বুয়েট প্রশাসনের মামলার ভিত্তিতে আহসানুল্লাহ হল থেকে আটক করে পুলিশ। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে তাকে বহিষ্কার করে এবং একটি তদন্ত কমিটি গঠন করে।
ক্যাম্পাসে এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাতভর বিক্ষোভ ও মিছিল করে।
তারা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দ্রুত বিচার দাবি জানায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীশান্ত রায়ের ধর্ম অবমাননাকর মন্তব্য ও সহপাঠী নির্যাতনের অভিযোগে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে।
বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে লিখেছেন—
> “মাসের পর মাস ধরে একজন শিক্ষার্থী ধর্ম ও নারী নিয়ে অশালীন মন্তব্য করছে। অথচ এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
শিক্ষার্থীদের আন্দোলনের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বাধ্য হয়। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে থানায় নিয়ে যাচ্ছে।

