একযোগে ঢাকার রাজপথে ১০ স্থানে আওয়ামিলীগ এর মিছিল

ভিক্টরি টাইমস ৭১
0
ঢাকা থেকে একনজরে সংবাদ রাজধানী Awami League‑এর (আ. লীগ) উদ্যোগে আজ মঙ্গলবার সকালভাগে প্রায় একগুচ্ছ মিছিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজধানীর ১০টি ভিন্ন স্থানে কর্মসূচি ঘোষণা করা হয়। পুলিশেরূপে এই মিছিলের প্রেক্ষিতে আটজনকে গ্রেফতার করা হয়েছে। 
 📝 ঘটনার বিবরণ স্থানীয় সময় সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় একাধিক মিছিল রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বের হয়। মিছিলকারীরা ‘অস্পষ্ট মামলা’ ও ‘হস্তক্ষেপহীন বিচার’ দাবি করে স্লোগান দিতে থাকে। মিছিল গুলো হয় নিম্নলিখিত স্থানগুলোতে: কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে রোড থেকে। খিলক্ষেত্ এলাকায় এক দল। যাত্রাবাড়ি অঞ্চলে, ডেমরার পথে। ওয়ারী এলাকায় জয়কালী মন্দির সংলগ্ন রাস্তায়। ধানমণ্ডি এলাকায় আবাহনী মাঠের কোণার দিকে। তেজগাঁও সত্রাস্তা এলাকায় এক মিছিল। আগারগাঁওয়ের রেডিও ভবনের সামনে ও রমনায় মাছ্‌সা ভবনের এলাকা। মতিঝিল-দিলকুশা রোড এলাকায়ও ছাত্রসংগঠন সংশ্লিষ্ট এক কর্মসূচি ছিল। পুলিশ জানিয়েছে, মিছিল ও স্লোগানবাজির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তারা অভিযানে নামে। ফলস্বরূপ, আটজনকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট বিভাগ বলছে — এখনো যারা অংশ নিয়েছে তাদের শনাক্তকরণ চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top