কুলাউড়ায় নওয়াব আলী আব্বাছ খানকে চায় মিত্রজোট, আসন ভাগাভাগি নিয়ে সরব বিএনপি

ভিক্টরি টাইমস ৭১
0

আলী আব্বাস

 
নিজস্ব প্রতিবেদক │ ভিক্টরি টাইমস৭১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠেছে বিএনপি। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দলটি মিত্রজোটগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।


সূত্র জানায়, ১২ দলীয় জোট বিএনপির কাছে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনসহ মোট ২১টি আসন চেয়ে একটি তালিকা জমা দিয়েছে। জোটটি কুলাউড়ায় সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খানকে প্রার্থী হিসেবে দেখতে চায় বলে জানা গেছে।


দলীয় সূত্রের দাবি, চলতি মাসের মধ্যেই মিত্রদের কতটি আসন দেওয়া হবে, তা চূড়ান্ত করবে বিএনপি। যেসব আসনে ছাড় দেওয়া হবে, সেখানে দলীয় হাইকমান্ডের ‘সবুজ সংকেত’ মিলবে। পরবর্তীতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে প্রার্থী মনোনয়ন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।


তবে জানা গেছে, বিএনপির নিজস্ব প্রার্থীর সংখ্যা এবার তুলনামূলকভাবে বেশি। ফলে মিত্রজোটগুলোর চাওয়া আসনগুলো সব দেওয়া সম্ভব নয়। বিশেষ করে বিএনপির ঐতিহ্যবাহী বা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলো ছাড় না দেওয়ার প্রবণতা স্পষ্ট।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন ভাগাভাগি নিয়ে বিএনপি ও মিত্রজোটগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ার আশঙ্কা আছে। তবে শেষ পর্যন্ত সমঝোতার পথেই যাবে উভয়পক্ষ—এমন প্রত্যাশাও রয়েছে রাজনৈতিক মহলে।


একাধিক সূত্রের মতে, বিএনপির নির্বাচনী প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। প্রার্থী যাচাই-বাছাই, মাঠ পর্যায়ের সমর্থন যাচাই ও সংগঠন পুনর্গঠনের কাজও সমানতালে চলছে।


মৌলভীবাজার-২ (কুলাউড়া) দীর্ঘদিন ধরেই বিএনপির একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। অতীতে এখান থেকে দলের প্রভাবশালী নেতা নওয়াব আলী আব্বাছ খান নির্বাচিত হয়েছিলেন। ফলে এবারও ওই আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে মিত্রজোটের পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top