নিজস্ব প্রতিবেদক | ভিক্টরি টাইমস ৭১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক সোহেল আহমদকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) ভোরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
ওসি ওমর ফারুক জানান, “সোহেল আহমদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রমিকলীগের পদধারী নেতা। সম্প্রতি তার বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগ পাওয়া যায়। স্থানীয়ভাবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টিরও আশঙ্কা ছিল। এ কারণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল আহমদ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে সম্প্রতি তার কিছু কার্যক্রমকে ঘিরে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা পুলিশের নজরে আসে।
গ্রেফতারের পর তাকে কুলাউড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে সোহেলের গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানালেও, তার অনুসারীরা বলছেন— বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থান: কুলাউড়া, মৌলভীবাজার

