কুলাউড়ায় সমাজসেবক এনামুল ইসলামের সাথে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
জিপিএইচ ইস্পাত লিমিটেডের জেনারেল ম্যানেজার (হেড অব কর্পোরেট সেলস), কুলাউড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি মোঃ এনামুল ইসলাম এর সাথে কুলাউড়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মছব্বির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল এর সঞ্চালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার ও শিল্পপতি মোঃ এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, ব্যবসায়ী কামরুল ইসলাম। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাবের, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য সামছুদ্দিন বাবু, রেজাউল ইসলাম শাফি, মোঃ ময়জুল ইসলাম, কেফায়েত হোসেন সুলমান, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ, তানজিম আহমদ, আরিফুল ইসলাম প্রমুখ।
সভায় এনামুল ইসলাম সাংবাদিকদের সমাজ উন্নয়নমূলক কর্মকা-ে ভূমিকা ও কর্পোরেট দায়িত্ব সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি কুলাউড়ার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ এনামুল ইসলামকে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

