নিজস্ব প্রতিবেদক | ভিক্টরি টাইমস ৭১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন তালামীযে নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সূচনা হয়েছে নতুন অধ্যায়ের।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহীম খলিল।
তরুণ ও উদ্যমী এই নেতৃত্বে কাদিপুর ইউনিয়ন তালামীযের কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন বলেন,
> “তালামীযে ইসলামী জীবনব্যবস্থার আদর্শে গড়া তরুণ প্রজন্মের সংগঠন। আমরা ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবো ইনশাআল্লাহ।”
অন্যদিকে সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান,
> “সংগঠনের প্রতিটি সদস্য আমাদের শক্তি। আমরা ঐক্যবদ্ধ থেকে ইসলাম, দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
পাশাপাশি নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে কুলাউড়া উপজেলা ও কেন্দ্রীয় তালামীয পরিবারের সদস্যরা।

