নাহিদকে ব্যাখ্যা দিতে হবে, কারা সেফ এক্সিট চান: রিজওয়ানা হাসান

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি: সংগৃহীত 
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কারভাবে জানাতে হবে, কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চান।


বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সরকার একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।


তিনি আরও বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি না, তা সম্পূর্ণভাবে তাদের আইনি প্রক্রিয়া ও দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।


উল্লেখ্য, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top