লকডাউন কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি: সংগৃহীত 
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফলভাবে পালন করায় দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি দেশবাসী, রাজনৈতিক নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কৃষক-শ্রমিক, রিকশাচালক, দিনমজুর, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। জনগণের এই ঐক্যবদ্ধ সমর্থনেই লকডাউন কর্মসূচি সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগ করেন, লকডাউনের সময় খুনি-ফ্যাসিস্ট ইউনূস সরকারের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে, রাস্তায় চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের মোবাইল ফোন পর্যন্ত তল্লাশি করেছে। তিনি বলেন,


> “এই গণবিরোধী সরকার দেশ ও জনগণকে শত্রু মনে করছে। নামাজরত বৃদ্ধ, নারী, শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। নাৎসী ইউনূস সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে, কারও প্রতিও দয়া দেখাচ্ছে না।”


তিনি আরও বলেন, জনগণের উপর দমন-নিপীড়ন যত বাড়বে, প্রতিরোধও তত তীব্র হবে। “অবশেষে এই জুলুমবাজ সরকারের পতন অনিবার্য”— যোগ করেন শেখ হাসিনা।


আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি

✅ ১৪ ও ১৫ নভেম্বর: সারাদেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি

✅ ১৬ ও ১৭ নভেম্বর: সারাদেশে সর্বাত্মক শাটডাউন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top