![]() |
| ছবি সংগৃহীত |
কুলাউড়া, মৌলভীবাজার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে কুলাউড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকু বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি বিশাল জনসভায় অংশ নেন। শহরের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী এবং সমর্থক সভাস্থলে উপস্থিত ছিলেন।
বিকেলে ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মাঠে শেষ হয়। এই শোভাযাত্রা ও মিছিল জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।
জনসভায় বক্তব্য রাখার সময় শওকতুল ইসলাম শকু বলেন, “আমি দলের জন্য নতুন প্রার্থী নই। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কাজ করেছি। কুলাউড়ার মানুষ আমাকে ভোটে জয়ী করলে আমি ধানের শীষের বিজয় উপহার দেবেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে। নির্বাচিত হলে আমি শহরের যানজট নিরসন, হাসপাতাল সম্প্রসারণ, টেকনিক্যাল স্কুল স্থাপন, পৌরসভার বর্জ্য ও জলাবদ্ধতা সমাধানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। এছাড়া চা-শ্রমিকদের বাসস্থান ও সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “আমার দরজা সব সময় সাধারণ জনগণের জন্য খোলা থাকবে। যেকোনো সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে আসতে পারেন। দলের সকল মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। আশা করি দলীয় নেতা এডভোকেট আবেদ রাজা ভাইও ধানের শীষের পক্ষে কাজ করবেন।”
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল পরিচালনা করেন। এছাড়া জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শকু যোগ করেন, “দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়ে তারা গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করে আসছে। এবার কুলাউড়ার মানুষ আমাদের প্রার্থীর প্রতি আস্থা প্রদর্শন করবেন।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা আবারও শহর প্রদক্ষিণ করে সমাবেশস্থল ত্যাগ করেন, যেখানে ধানের শীষের পক্ষে নানান স্লোগান শোনা যায় এবং এলাকার জনসমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

