প্রাথমিক তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ভিক্টরি টাইমস ৭১

ছবি:সংগৃহীত 

 অনলাইন ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একক প্রার্থী তালিকা ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তবে এই প্রাথমিক তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই।

তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি, তবে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন এখনো খালি রাখা হয়েছে।


দলীয় সূত্র জানায়, পরবর্তী পর্যায়ে আলোচনার ভিত্তিতে এই দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হতে পারে। তবে রুমিন ফারহানার নাম তালিকায় না থাকায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার জনপ্রিয়তা ও আলোচিত ভূমিকা বিবেচনায় ভবিষ্যতে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top