![]() |
| ছবি: সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্ক | ভিক্টরি টাইমস ৭১
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে সমর্থন ত্যাগ না করে তেহরান কখনোই ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতায় উঠবে না। তিনি সোমবার তেহরানে এক ছাত্রসমাবেশে এই কথা জানান।
খামেনি বলেন, “যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে—তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে।” তিনি যুক্তরাষ্ট্রকে ‘অহংকারপূর্ণ’ বর্ণনা করেন এবং বলেন, এমন আচরণ ছাড়া তারা অন্য কিছু মেনে নেয় না।
চলতি বছরের জুনে ইসরায়েল-ইরান সংঘর্ষ শুরু হলে যুক্তরাষ্ট্রও কিছু ক্ষেত্রে অংশ নেয় এবং পরে কাতারের মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই সময় উভয় পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত বিরূপ প্রভাব ফেলে এবং তৎকালীন পারমাণবিক আলোচনাও বিপর্যস্ত হয়।
সংঘাতকালে দু’পক্ষেই উল্লেখযোগ্য নিহত ও আহতের খবর আসে; ইরানি কর্তৃপক্ষ জুন মাসে এক পর্যায়ে জানায়— ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা ৯৩৫ পর্যন্ত পৌঁছেছে বলে দেশীয় সূত্রে রিপোর্ট করা হয়েছিল। (এই সংখ্যা আলাদা মিডিয়া সূত্রে ভিন্নভাবে রিপোর্ট করা হয়েছে)।
আরেকদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান এখনও পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা চালাতে আগ্রহী — তবে তা হবে সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে; ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আলোচনা তারা গ্রহণ করবে না, জানান তিনি।

