৪৫তম বিসিএস ক্যাডারে কুলাউড়ায় একইগ্রামের সুপারিশপ্রাপ্ত দুইজন

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে বয়ে গেছে আনন্দের ঢেউ। একই গ্রাম থেকে দুইজনের একসাথে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া এলাকাবাসীর জন্য গর্বের অর্জন।


শাহরিয়ার সামছুল রিফাত ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে (ASP) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অন্যদিকে শাহনাজ রাখি (রেশমি) সুপারিশ পেয়েছেন পরিবার পরিকল্পনা ক্যাডারে। তাদের এই যুগল সাফল্য গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।


বিভিন্ন সময় দেখা যায়, একই এলাকা বা একই পরিবার থেকে একাধিক জন বড় অর্জন করেন—আজ সেই দৃশ্যপট বাস্তবে দেখা গেল জয়পাশায়। এ অর্জন নিঃসন্দেহে আগামী দিনের শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।


সহপাঠীরা জানান, শাহনাজ রাখি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ১ থেকে ৫ পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতেন তিনি। তার এই ধারাবাহিক মনোযোগ ও পরিশ্রমই আজ বড় সফলতায় পরিণত হয়েছে।


গ্রামবাসী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা রিফাত ও শাহনাজকে অভিনন্দন জানিয়ে বলেছেন—

“তারা যে যে দায়িত্বে থাকবেন, সৎ, নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ থেকে দেশের সেবা করার তৌফিক আল্লাহ যেন দান করেন।”

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top