আজ জেলহত্যা দিবস: জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়

ভিক্টরি টাইমস ৭১
0


অনলাইন ডেস্ক:আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে এটি এক শোকাবহ ও কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর, একই বছরের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহচর—মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং খাদ্য ও ত্রাণমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানকে।


ইতিহাসবিদদের মতে, বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার চেতনাকে চিরতরে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই সংঘটিত হয় এই ভয়াবহ হত্যাকাণ্ড। কারাগারের ভেতর রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে নির্মমভাবে হত্যা বিশ্ব ইতিহাসেও বিরল ঘটনা।


১৯৭১ সালে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর গঠিত মুজিবনগর সরকারে নেতৃত্ব দিয়েছিলেন এই চার নেতা। তাদের দূরদর্শিতা, দৃঢ়তা ও দেশপ্রেমের কারণেই মুক্তিযুদ্ধ সফলভাবে পরিচালিত হয় এবং স্বাধীনতার পর প্রশাসনিক কাঠামো গঠনের কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়।


জেলহত্যা দিবস উপলক্ষে আজ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীসহ সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।


১৯৯৬ সালে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়। নানা পর্যায় পেরিয়ে কয়েকজন আসামির মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। তবে এখনো কিছু আসামি পলাতক রয়েছে।


বিশ্লেষকরা বলেন, ব্যক্তিকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না—বঙ্গবন্ধু ও চার নেতার ত্যাগের আদর্শ আজও জাতির প্রেরণার উৎস হয়ে আছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top