![]() |
| আরিফুল হক চৌধুরী |
অনলাইন ডেস্ক | ভিক্টরি টাইমস ৭১
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জকিগঞ্জ-গোয়াইনঘাট) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে আরিফুল হক চৌধুরীর নামেই চূড়ান্ত সিলমোহর দেয় দলটি।
আরিফুল হক চৌধুরী সিলেটের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিচিত নাম। তিনি দুই দফা সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
মনোনয়ন ঘোষণার পর সিলেট-৪ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তাঁরা জানিয়েছেন, “আরিফুল হক চৌধুরী মাঠপর্যায়ে জনগণের সঙ্গে যুক্ত আছেন, তিনিই এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে পারবেন।”
দলের নীতিনির্ধারণী সূত্র বলছে, সিলেট বিভাগে বিএনপি এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী হচ্ছে। সিলেটের প্রতিটি আসনে যোগ্য ও মাঠপর্যায়ের নেতাদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
দলীয় এক নেতা বলেন, “সিলেট-৪ আসন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে আরিফুল হকের জনপ্রিয়তা, সাংগঠনিক তৎপরতা ও অতীত অভিজ্ঞতা—সব মিলিয়ে তিনি শক্তিশালী প্রার্থী।”
মনোনয়ন চূড়ান্তের পর আরিফুল হক চৌধুরী আজ থেকেই মাঠপর্যায়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগের কর্মসূচি হাতে নিচ্ছেন বলে জানা গেছে।

