ধানক্ষেতে রিভিউ আবেদন, আলোচনায় বিএনপি নেতা আলাল উদ্দিন

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি:সংগৃহীত 

 ফেনী প্রতিনিধি │ ভিক্টরি টাইমস ৭১

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী–২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল এবার ব্যতিক্রমীভাবে ধানক্ষেতে গিয়ে রিভিউ আবেদন করেছেন। এর আগে তিনি একাধিকবার মৌখিকভাবে আবেদন করলেও এবার সরাসরি মাঠে নেমে নেতা–কর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আলালের এই পদক্ষেপকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতাই তার প্রতি সমর্থন জানিয়ে বলেন,


> “আলাল ভাই দলের সংকটে সবসময় পাশে ছিলেন। তার আবেদন অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্বের বিবেচনায় আসা উচিত।”


তৃণমূল পর্যায়ের কর্মীরা মনে করছেন, এই রিভিউ আবেদন বিএনপির অভ্যন্তরে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।


আলাল উদ্দিন আলাল বলেন,


> “দল প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। তবে হাইকম্যান্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি। তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল—আনন্দ–উল্লাস করা যাবে না। কিন্তু দেখা গেল, কিছু নেতা হাইওয়ে ব্লক করে নিজেরাই উৎসব করছেন, অথচ আমাদের সঙ্গে কোনো পরামর্শ করেননি।”


তিনি আরও বলেন,


> “ফেনী–১ আসনে বেগম খালেদা জিয়া মনোনীত হয়েছেন—এটাই আমাদের গর্ব। তিনি আমাদের আবেগ ও প্রেরণা। ছাগলনাইয়ায় প্রথম মোটরসাইকেল বহর আমি-ই নিয়েছিলাম।”


অন্যদিকে, ফেনী–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ফেনী সদর হাসপাতাল মোড়ে এক বক্তব্যে বলেন,


> “আমাকে মনোনয়ন দেওয়ায় ১% চোর–ডাকাত নাখোশ হয়েছে।”


তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।


বিএনপি নেতা গাজী হাবিবুল্লাহ মানিক ফেসবুকে লেখেন,


> “যিনি করোনাকালে ও বন্যার সময় পাশে ছিলেন না, তিনি এখন ফেনীবাসীর সেবা করতে চান! আন্দোলনের দিনে যিনি ঘরে বসে ছিলেন, এখন কর্মীদের চোর–ডাকাত বলছেন—এটা দুঃখজনক।”


তৃণমূল নেতারা ক্ষোভ জানিয়ে বলেন,


> “জয়নাল আবেদীনের এমন মন্তব্যে আমরা হতাশ। ১৭ বছর তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, অথচ এখন নিজেকে বিএনপির ত্যাগী নেতা হিসেবে উপস্থাপন করছেন।”


বিএনপির এক নির্যাতিত নেতা বলেন,


> “দলের সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা তা মেনে নিচ্ছি। তবে এমন কিছু যেন না হয়, যার মূল্য শেষ পর্যন্ত তৃণমূলকেই দিতে হয়।”



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top