শেখ হাসিনা আমার মায়ের মতো — বঙ্গবীর কাদের সিদ্দিকী

ভিক্টরি টাইমস ৭১

ছবি সংগৃহীত 
অনলাইন ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, শেখ হাসিনাকে তিনি ব্যক্তিজীবনে মায়ের মতো সম্মান করেন। তবে রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের কারণে তাদের মধ্যে কিছু দূরত্ব রয়েছে।


শনিবার (১৫ নভেম্বর) ইউটিউব চ্যানেল ‘চিঠি’-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।


কাদের সিদ্দিকী জানান, ছোটবেলায় তার কোনো বড় বোন না থাকার শূন্যতা তিনি শেখ হাসিনার মাঝে পূরণ করেছেন।

তিনি বলেন, “শেখ হাসিনা আমার থেকে কয়েক মাস ছোট হলেও আমি তাকে অনেকবার পায়ে হাত দিয়ে সালাম করেছি। ব্যক্তিগত সম্পর্কে দূরত্ব কোনোদিন ছিল না, এখনো নেই।”


তবে রাজনৈতিক বিষয় নিয়ে মতপার্থক্যের কথাও উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, “বহু কাজেই আমি শেখ হাসিনাকে সমর্থন করি না। সরকার প্রধান হিসেবে সবার প্রতি তার দায়িত্ব রয়েছে— এমনকি অপরাধী বলেও যাদের ধরা হয়। সেই জায়গায় তিনি অনেক সময় গুরুত্ব দেননি।”


তিনি আরও বলেন,

“শেখ হাসিনা বক্তৃতা শুরু করলেই নিয়মিত বিএনপি-জামায়াতের কথা বলেন— এটা আমার পছন্দ নয়। বিরোধী দলের সমালোচনাই যদি মুখ্য হয়, তাহলে মানুষের বিরক্তি তৈরি হয়। আমি তাকে বহুবার বলেছি, ছয় মাস এই শব্দগুলো বাদ দিলে তারা ১০% জনপ্রিয়তা হারাবে।”


শেখ হাসিনার দেশত্যাগ নিয়েও তিনি পরিষ্কার বক্তব্য দেন।

তার দাবি, “শেখ হাসিনা পালিয়ে যাননি। রাষ্ট্রীয়ভাবে তাকে ভারতে পাঠানো হয়েছে। তিনি সামরিক বিমানে গেছেন, যাত্রীবাহী বিমানে গেলে সেটাকে পালানো বলা যেত।”


শেষে কাদের সিদ্দিকী বলেন,

“ব্যক্তিগতভাবে তিনি আমার কাছে মায়ের মতোই সম্মানীয়। তবে আইনের ঊর্ধ্বে কেউ না— এটিও আমার স্পষ্ট অবস্থান।”


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top