![]() |
| ছবি সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | ভিক্টরি টাইমস ৭১
সিলেটের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আর নেই। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য যাওয়ার অল্প সময়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।
সোমবার (১১ নভেম্বর) রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা যায়, সম্প্রতি দীপ মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। সোমবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তরুণ এই নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটসহ সারাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত-অনুসারীরা জানাচ্ছেন শোক ও সমবেদনা। বিশেষ করে মাকে নিয়ে করা তার ভালোবাসাময় ভিডিওগুলোই তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।
দীপঙ্কর দীপ ছিলেন এক নিরহংকার, প্রফুল্ল তরুণ—যিনি রাজনীতি বা বিতর্ক থেকে দূরে থেকে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার হাস্যরস, সরলতা এবং মায়ের প্রতি ভালোবাসায় ভরা কনটেন্টগুলো তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল।
স্থানীয় তরুণরা বলছেন, “দীপ শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর নন—তিনি ছিলেন ভালোবাসা ও মানবতার প্রতীক।”
তার আকস্মিক মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের সুনামি।

